মেহেরপুর অফিস,
অমর একুশে ভার্চুয়াল বইমেলার শুভ উদ্বোধন করে ইতিহাস গড়লেন মেহেরপুরের কৃতি সন্তান এম এ মুহিত।
করোনা কালীন অবরুদ্ধ কবি সাহিত্যিকদের মানষিক ভাবে সবল করতে ও এই ভাষার মাসে সরনীয় করতে অমর একুশে ভার্চুয়াল বইমেলার আয়োজন করে ইতিহাস গড়লেন মেহেরপুরের কৃতি সন্তান এম এ মুহিত। মাস ব্যাপী এই ভার্চুয়াল বই মেলায় প্রধান অতিথি হিসাবে ছিলেন মুক্তিযুদ্ধ ভিক্তিক চলোচিত্র “দুরন্ত”র পরিচালক ও গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ঢাকা এর প্রতিষ্ঠা অধ্যক্ষ খান আখতার হোসেন, বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল –আমিন, চুয়ান্ডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, বিশিষ্ট কবি ও সাংবাদিক রফিকুল আলম, , মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু , সাংবাদিক তোজাম্মেল আজম ও উদীচীর সাবেক জেলা সভাপতি ফৌজিয়া আফরোজ তুলি। সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় ছিলেন সাংবাদিক রুহুল কুদ্দুস টিটো, প্রযোজনাও পরিচালনায় এম এ মুহিত প্রতিষ্ঠাতা মেহেরপুর ডেস্ক ও লেখক-পাঠক আড্ডা। এই ছাড়াও দেশ বরণ্য কবি সাহিতিক গণ। বই মেলায় যুক্ত ছিলেন