ছায়নুর এয়ার ইন্টারন্যাশনাল (Chainur air international) এর নতুন অফিস ঢাকার বনানীতে বুধবার রাত আটটার সময় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ছায়নুর এয়ার ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী মোঃ সাইফুল হোসেন। এ সময় বক্তব্য রাখেন ছায়নুর এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মোঃ সাইফুল হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাখার ইন্টারন্যাশনাল এর পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, রুহুল আমিন এবং সাংবাদিক জাকির হোসেন সান বাংলা টিভি চিফ এডিটর, দৈনিক সমাবেশের স্টাফ রিপোর্টার আমানুল্লাহ হোসেন, চ্যানেল আইয়ের জুবায়ের, জনশক্তি রপ্তানিকার প্রতিষ্ঠানের পরিচালক ও অ্যাসোসিয়েটবৃন্দ, ম্যানেজার শাহাবুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শরিফ উদ্দিন এক্সিকিউটিভ অফিসার নওসাদ এবং অফিসের সমস্ত স্টাফ। দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম বিল্লাল হোসেন। মোনাজাত শেষে সবাইকে তবারক দেওয়া হয়। সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের এবং ব্যবসায়িক উন্নতির দোয়া করা হয়। অফিসের ঠিকানা, বনানী কাঁচা বাজার, হাসান ও হোসাইন টাওয়ার লিফটের ০৫ ঢাকা, বাংলাদেশ।