রাজধানী মহাখালীর শেখ রাসেল গ্যাস্টোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা টিকা নিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রোববার (৭ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় তিনিসহ অনেকেই করোনা ভাইরাসের টিকা নেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টিকা নেওয়ার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, টিকা নেওয়ার পর তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া বোধ করছেন না। এ সময় তিনি সবাইকে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানান।