এম.সোহেল রানা, মেহেরপুর,
শনিবার( ২৩জানুয়ারি-২০২১) সন্ধ্যা সাড়ে ৬টার সময় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে মেহেরপুর সাহিত্য পরিষদের প্রকাশনায় ও সাহিত্য পরিষদের সভাপতি নূরুল আহমেদ এর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকীতে স্মারক কাব্যগ্রন্থ “ঠিকানা” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা প্রশাসক মেহেরপুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- প্রফেসর আব্দুল মালেক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মেহেরপুর জেলা শাখার আহবায়ক, এ্যাড.পল্লব ভট্টাচার্য পিপি জর্জকোর্ট মেহেরপুর, অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি, এ্যাড. ইব্রাহিম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরপুর জেলা আওয়ামী লীগ, জনপ্রিয় উপস্থাপক ও প্রশিক্ষক আবুল হাসনাত দিপু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- নুর আলম, সাধারণ সম্পাদক মেহেরপুর সাহিত্য সম্পাদক।
অনুষ্ঠানমালাতে ছিল কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন, নৃত্য, দেশাত্ববোধক গান, কবিদের স্বরচিত কবিতা আবৃতির মধ্যদিয়ে শেষ হয়।