গত ১লা মার্চ ২০২৪, শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ষ্টেট ব্রুককলিন সিটিতে, ৬১ চার্চ এভিনিউ কোম্পানীগঞ্জ সমিতি ভবনে আত্বশক্তি উন্নয়ন প্রকল্প (Development Project (EDP) এর কম্পিউটার ক্লাস উদ্বোধন করা হয়। প্রফেসর সৈয়দ আজাদের, পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর ফুলেল লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে সম্মানিত অতিথিদের শুভেচ্ছা জানান ইডিপির ফাউন্ডার ও সেক্রেটারি জনাব আম্বিয়া বেগম। অনুষ্ঠান উদ্বোধন করেন নিউইয়র্ক সিটি কাউন্সিলর শাহানা হানিফ, ডিস্ট্রিক-৩৯ ব্রুকলিন। প্রধান অতিথির আসনে ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব গিয়াস আহমেদ, অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডক্টর জাহিদ দেওয়ান শামীম। সম্মানিত অতিথি ছিলেন মাফ মিসবাহ উদ্দিন, প্রেসিডেন্ট আসাল। বিশেষ অতিথি ছিলেন মো: এন মজুমদার, শহিদ উল্লাহ কায়সার এবং বাংলাদেশী আমেরিকান সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সৈয়দ আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী নাইম টুটুল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইডিপির প্রেসিডেন্ট জনাব এমএস আলম, উপস্থাপনায় ছিলেন আন্তর্জাতিক এনজিওর সাথে মানবসম্পদ বিভাগের কর্মকর্তা লুৎফুননেছা লুনা ও আজিম হাসান এবং প্রফেসর সৈয়দ আজাদ। অনুষ্ঠানটি ম্যানেজমেন্ট দায়িত্বে ছিলেন তাহমিনা উর্মি। সার্বিক তত্বাবধানে ছিলেন আম্বিয়া বেগম। সহযোগিতা করেছেন ফরিদা শিরিন খাঁন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ইডিপি কে তার লক্ষ্যে পৌঁছাতে হলে তার যে ফান্ড লাগবে, তা তারা তাদের কাজের মাধ্যমেই অর্জন করবে। আমেরিকাতে এই ধরনের প্রতিষ্ঠান সবাই করতে পারেনা, সেই ক্ষেত্রে আম্বিয়া বেগম সাহসী উদ্যোগ নিয়েছেন, যা প্রশংসার দাবিদার। তিনি এই প্রতিষ্ঠান কে অনেক দুর এগিয়ে নিয়ে যাবেন কারন, তিনি মেধাবী, সাহসী, ধৈর্যশীল এবং কাজের প্রতি আনুগত্য। এর মাধ্যমে আবারও প্রমানিত হলো, নারীরা সুযোগ এবং সহযোগীতা পেলে অনেক দুর যেতে পারে। ”ইডিপি”র যুগোপযোগী এই প্রশিক্ষণ, ঘরে বসে থাকা নারী ও পুরুষ কে আত্মবিশ্বাসী এবং স্বনির্ভর করে গড়ে তুলবে। তাই, অনুষ্ঠানে উপস্থিত প্রায় সবাই ”ইডিপি”র সকল কার্যক্রমের সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন। নিউইয়র্ক সিটি কাউন্সিলর শাহানা হানিফ, তার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই সমাজের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং দঃসাহসিক সিদ্ধান্তের জন্য ”ইডিপি”র স্বত্তাধিকারী, আম্বিয়া বেগম কে ভুয়ষি প্রশংসা ও আন্তরিক ধন্যবাদ জানাতে কারপন্যতা করেননি। পাশাপাশি তিনি বলেন, এই পথচলাটা খুব কঠিন। কারন, স্বত্তাধিকার কে সম্পূর্ন নিজস্ব অর্থায়নে এই সকল কার্যক্রম চালাতে হবে। পরবর্তীতে ”ইডিপি” যদি তার ভালো কাজ দিয়ে প্রমান করতে পারে , তাদের প্রতিষ্ঠান সমাজের মানুষের খুব জরুরী, সেইক্ষেত্রে, নিউইয়র্ক সিটি কাউন্সিল বা সরকার ”ইডিপি” কে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তারজন্য আম্বিয়া বেগম সহ তার প্রতিষ্ঠানের সকল সদস্য কে বহুদুর পথ পারি দিতে হবে। তবে আমি প্রচন্ড আশাবাদী আম্বিয়া বেগম তার লক্ষ্যে পৌঁছাবেন। কারন, তিনি সৎ , প্ররিশ্রমী, নিষ্ঠাবান এবং ধৈর্যশীল। সেইজন্য আম্বিয়া বেগম সহ সকল সদস্য কে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং ”ইডিপি”র সব ধরনের সহযেগিতা ও পাশে থাকারও অঙ্গিকার ব্যক্ত করেন।