মেহেরপুরে পৌর মেয়র আহম্মেদ আলীর নেতৃত্বে মােটরসাইকেলে শােভাযাত্রা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে- মেহেরপুর জেলা আওয়ামী লীগের আনন্দ র্যালি ও সমাবেশে যােগদান করতে গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীর নেতৃত্ব বিশাল মােটরসাইকেল শােভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে আওয়ামী লীগ নেতা ও গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী বিশাল মােটরসাইকেল শােভাযাত্রা সহকারে গাংনী শহর থেকে মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা অধ্যাপক ফরহাদ হােসেন দােদুলের নেতৃত্বাধীন র্যালীতে যােগদান করেন। এসময় র্যালীতে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।