মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে সোহাগ ডায়গনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে ফিতা ও কেক কেটে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে সোহাগ ডায়গনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন ফিতা কেটে সোহাগ ডায়গনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন। এ সময় সেখানে দোয়া করা হয়। এর আগে সেখানে বক্তব্য রাখেন সোহাগ ডায়গনস্টিক সেন্টারের স্বত্বাধিকার মাহাবুব জামান সোহাগ, মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের
সহ সভাপতি আশিকুর রবিন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক তারিকুল ইসলাম রাজীব, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মেহেরপুর জেলা শাখার যুগ্ম-আহবায়ক ইফতেখার হোসেন সবুজ এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ।