-এম. সোহেল রানা; মেহেরপুর প্রতিনিধিঃ “মুক্তিযুদ্ধের চেতনায় জেগে থাকো বাংলাদেশ” এই স্লোগান নিয়ে “কবিসংসদ বাংলাদেশ” নামে সংগঠণ বিশ্বব্যাপী বঙ্গবন্ধুর আদর্শে জাগ্রত বাঙালী মেহেরপুরে ২২তম বঙ্গবন্ধু কবিতা উৎসব-২১ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ফেব্রুয়ারি-২১ইং) বিকাল ৩টার সময় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
কবিসংসদ বাংলাদেশ -এর উদ্যোগে মেহেরপুরে ২২তম বঙ্গবন্ধু কবিতা উৎসব-২১ ও গুণীজন সংবর্ধনা

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- কবি তৌহিদুল ইসলাম কনক, সদস্যসচিব বঙ্গবন্ধু কবিতা উৎসব, কেন্দ্রীয় কমিটি। বঙ্গবন্ধু কবিতা উৎসবে স্বাগত বক্তব্য রাখেন- আমিনুল রানা, সাধারণ সম্পাদক, কবি সংসদ বাংলাদেশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মেহেরপুরের কৃতি সন্তান কথাসাহিত্যিক রফিকুর রশিদ, কবি আসাদ কাজল, ছড়াকার মালেক মাহমুদ, বাপ্পি সাহা, ওয়ালি জসিম, প্রভাষক নুরুল আহমেদ (সভাপতি সাহিত্য পরিষদ-মেহেরপুর), কবি মানিক মজুমদার, মোঃ সাইদুর রহমান (সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমি-মেহেরপুর) সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কবি শাহনাজ পারুল, কবি নূর আলম, কবি শিমুল খান, কবি নাজমুল হক খান, কবি শেখ আকতার, কবি কুমকুম কবীরসহ আরোও বিভিন্ন জেলা থেকে আগত অর্ধশতাধিক কবি সাহিত্যিক বৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে মেহেরপুর জেলাসহ বিভিন্ন জেলায় থেকে আসা “কবিসংসদ বাংলাদেশ” সংগঠণের পক্ষ থেকে গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।