বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেহেরপুর কর্তৃক আয়োজিত জেলাভিত্তিক ২১ দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ৫ম ধাপ) এর উদ্বোধনী অনুষ্ঠান অদ্য ২৯ অক্টোবর জেলা কার্যালয়ের প্রশিক্ষণ শেডের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা কমান্ড্যান্ট জনাব প্রদীপ চন্দ্র দত্ত প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। গত ২৫ অক্টোবর গঠিত কমিটি কর্তৃক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে জেলার তিনটি উপজেলা হতে ৬৮ জন যোগ্য ও নির্বাচিত প্রশিক্ষণার্থী উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রশিক্ষিত জনবল সমাজ ও দেশের সম্পদ। উক্ত প্রশিক্ষণ গ্রহণ দ্বারা জননিরাপত্তামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত এবং সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষিত জনসম্পদে পরিণত হওয়ার ক্ষেত্র তৈরি হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দক্ষ জনসম্পদ সৃষ্টি দ্বারা দেশের উন্নয়নে প্রভূত ভূমিকা রেখে চলেছে।” তিনি সকল প্রশিক্ষণার্থীকে সুন্দর ও সুষ্ঠুভাবে প্রশিক্ষণ সম্পন্ন করতে আহবান জানান। এ সময় কোর্সের সাথে সংশ্লিষ্ট কোর্স অ্যাডজুট্যান্ট মুজিবনগর উপজেলা আনসার কর্মকর্তা মিরাজুল ইসলাম, প্রশিক্ষণ কর্মকর্তা সিএ মোঃ আল মামুন, সদর টিআই সাগর আহমেদ ও অন্যান্য প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।