মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ইত্তেফাক সংবাদদাতা সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের বড় ভাই নরুল ইসলাম মাস্টার ইন্তেকাল করেছেন ( ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হযেছিল ৭০ বছর। তিনি স্ত্রী,দু’সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নুরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কয়েক বছর যাবত ক্যান্সার রােগে আক্রান্ত ভূগছিলেন। মরহুম নুরুল ইসলামের ছােট ভাই সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নুরুল ইসলামের মৃত্যুতে শিক্ষক ও সাংবাদিক মহল গভীর শােক প্রকাশ করেছেন।

